খুব সংক্ষেপে বললে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়েছি। স্নান না করেই স্নাতক। পাশাপাশি এবং পরবর্তীতে এডুকেশন আর অন্টরপ্রেনারশিপ নিয়ে কাজ করেছি ‘অন্যরকম’ গ্রুপে, রকমারি-উদ্ভাসের নামে চেনা বেশি সহজ যাদেরকে। টিচার ট্রেইনিং, হায়ারিং, কন্টেন্ট অ্যান্ড স্ট্রাটেজি ডেভেলপমেন্ট, আর্লি চাইল্ডহুড এডুকেশনের কারিকুলাম ডিজাইন থেকে শুরু করে হরেক রকম কাজ। সব শেষ এডটেক কোম্পানী অন্যরকম এডটেক লিমিটেডের হেড অফ গ্রোথ হিসেবে কাজ করেছি, যেটার আওতায় অন্যরকম বিজ্ঞানবাক্স আর উৎকর্ষ নামের ভেঞ্চারগুলো ছিল। একটা বিজনেস ইনকিউবেটরও রান করেছি আমরা কিছু সময়ের জন্য, যেটার ওভার অল প্ল্যানিং আর কো-অর্ডিনেশন এর দায়িত্ব পালন করতে হয়েছে, উদ্যোক্তা বাছাই, মেন্টর ম্যানেজমেন্ট, কারিকুলাম ডেভেলপমেন্ট ইত্যাদি আর কি।
fahim abdullah has a strong community of 120K+ followers across all popular social media.